কৃষকদের নিকট কৃষি উপকরণের সহজ প্রাপ্যতা নিশ্চিতকল্পে এবং দেশের সেচ এলাকা সম্প্রসারণের কাজ তরান্বিত করার জন্য তদান্বীস্তন পাকিস্তান সরকার ১৯৫৯ সনে ১৬ জুলাই খাদ্য ও কৃষি কমিশন গঠন করে। এই কমিশন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের উদ্দেশ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব করে এই প্রেক্ষিতে ১৯৬১ সনে ১৬ অক্টোবর তারিখে ৩৭ নম্বর অধ্যাদেশ বলে ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ০১ টি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি'র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে সারা বাংলাদেশে অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমনঃ বীজ, সার সরবরাহ এবং ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকদের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস