Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

১.

সেচ স্কীম সেবা

(গভীর নলকূপ অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প সোলার পাম্প স্থাপন, সরবরাহ ও কমিশনিং)

* কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি।

* আবেদন যাচাই বাছাই ও বরাদ্দ প্রদান

* সরবরাহ ও কমিশনিং

ক) আবেদন পত্র।

খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা, রেজুলেশন, স্কীম ম্যাপ ইত্যাদি)।

গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিসে পাওয়া যাবে।

পার্টিসিপেশন ফি ১৫,০০০/- টাকা পে-অর্ডার/ ডিডির মাধ্যমে (ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি কম বেশি হতে পারে)

সেচ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে ১৫ (পনের) কার্য দিবস।

সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী এর কার্যালয়, বিএডিসি।

২.

সেচের পানির গুণাগুণ পরীক্ষা ( পানি PH , তাপমাত্রা, আয়রণ, আর্সেনিক, লবণাক্ততা ইত্যাদি)


কৃষক/ কৃষক গ্রুপ কর্তৃক নমুনা সরবরাহের পর বিএডিসি'র ল্যাবরেটরীর মাধ্যমে

-

নির্ধারিত ফি ১। আর্সেনিক/ আয়রন-১০০/- টাকা;

২। PH/ লবণাক্ততা ৫০/- টাকা।

০১-০৭ কার্য দিবস

সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ল্যাব জোন, বিএডিসি।